সারাদেশের নেয় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর টেংগারচর গ্রামে সফল্যের সাথে সু-পরিচিত, সু-শিক্ষিত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আচ্ছে হার্ব ল্যাবরেটরি স্কুল। ১লা জানুয়ারী বই বিতরণ উৎসব।তারি ধারাবাহিকতায় আজ রোজ শুক্রবার ০১/১০/২০২১ইং হার্ব ল্যাবরেটরি স্কুলে নতুন বছরের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। সে সময় উক্ত বেসরকারি স্কুল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতারা এবং সকল শিক্ষক মন্ডলী উপস্থিত থেকে বই বিতরণ উৎসব পালন করেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে। হার্ব ল্যাবরেটরি স্কুলটি ২০১৯সালে প্রতিষ্ঠিত হয়ার পর থেকে নিজ গতিতে অগ্রযাএা শুরু করেন।
তার মাঝে মাএ তিন বছরে পা রেখেই অনেক সাফল্য অর্জন করেছেন। তারা মনে করে তাদের স্কুলটি টেংগারচর গ্রামের মধ্য স্থানে অবস্থিত হওয়ায় ও রাস্তার পাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারেন এবং তাদের দক্ষ মেধাবী শিক্ষক মন্ডলীর কঠোর পরিশ্রমের কারনে তারা অল্প কিছু দিনের মধ্যে এত টুকু সাফল্য অর্জন করিতে সক্ষম হয়েছেন। তারা আরো জানান যে,২০১৯ সালের জি এস সি পরীক্ষায় তারা শত ভাগ পাশ করায় তাদের স্কুলটি টেংগারচর গ্রাম পাড় হয়ে গজারিয়ায় বেসরকারি স্কুলের একটি সম্মানিত স্থানে উদ্যয় মান আছে বর্তমানে।
উক্ত গ্রামে দুটি সরকারি প্রথমিক বিদ্যালয় ও একটি প্রি- ক্যাডেট এবং একটি এমপিওভুক্ত অর্ধ সরকারি হাইস্কুল থাকার পরও তাদের স্কুলের সু-খ্যাতির কারনে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছেই।হার্ব ল্যাবরেটলির প্রতিষ্ঠাতা মোঃ রুবেল প্রধান,হাবিবুর রহমান, ডক্টর আনোয়ার, বসির মাষ্টার তারা আরো জানান, তাদের স্কুলে এখন নিজ গ্রাম পাড় হয়ে আশে পাশের গ্রাম থেকে ও শিক্ষার্থীরা পড়াশোনার জন্য ভর্তি হচ্ছেন।
Leave a Reply