মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এক যুবকের আত্মহত্যা খবর পাওয়া যায়। আজ ১১/১১/২০২০ইং রোজ বুধবার সকালে গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে সুজন( ১৮) নিজ ঘড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।বাড়ির বিতর সকলের কান্না কাটির আওয়াজ শুনে দৌড়ে আসে।সে এসে লোকজন এর কাছে শুনিতে পারে রফিকুলের ছেলে সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহতা করে।
তবে এলাকা বাসিদের সাথে কথা বলে জানিতে পারি, সুজন ফাঁস দেবার পেছনে বিরাট রহস্য আছে তবে রফিকুল ইসলাম এর পরিবারের কেউ মুখ খুলে কিছু বলেনি।এব্যাপারে গজারিয়া থানা পুলিশের উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান,এঘটনাটি এর পরিবারের জন্য অত্যন্ত মর্মান্তিক, তবে তদন্ত চালাচ্ছে তারা।গজারিয়া পুলিশের হেফাজতে লাশ পোর্স্ট মর্টামের লাশ আনা হয়েছে। আগামী কাল পোর্স্ট মর্টামের জন্য লাশ মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply