শিরোনাম :
ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রাইভেট কারের ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত-৪ গলাচিপা পৌরসভায় পানির হাহাকার, চারটি সাবমারসিবল পাম্পেও কাভার হচ্ছে না চাহিদা কবি আল মাহমুদের সাহিত্য সকল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করার দাবি জানিয়েছে বরিশালের লেখক সমাজ ।। পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে কৃষকের দুইটি গরু মৃত্যু ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই-মেঘনা-তেতুলিয়া নদী গোমস্তাপুরে ৩য় ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষা-২০২৪ খ্রি এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হবিগঞ্জ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত । ঝিনাইদহে আধুনিক চিকিৎসা সেবা চালুর দাবি, বিশেষায়িত হাসপাতাল স্থাপনার আহ্বান পটুয়াখালীর গলাচিপায় বৃষ্টি কমে আসলেও কৃষকের মুখে নেই স্বস্তির হাসি

গজারিয়া থানার ওসি মোঃ রইছ উদ্দিনের টিম মাঠে তৎপর, টেংগারচরে ২৫পিচ ইয়াবা সহ বিভিন্ন মাদক মামলার আসামি আলী সরকার গ্রেপ্তার।

 মোঃ হৃদয় হোসেন, বিশেষ প্রতিনিধি (মুন্সিগঞ্জ):
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৬০৩ বার পঠিত

মাদক মুক্ত গজারিয়া গড়ার অঙ্গীকার মোঃ রইছ উদ্দিন। মুন্সিগঞ্জের গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দিন সাহেবের চ্যালেঞ্জ ছিলো গজারিয়া কে মাদক ও সন্ত্রাস মুক্ত করিবেন। তারি ধারাবাহিকতায় তিনি গজারিয়ায় যোগদান এর পর থেকেই তিনি সহ তার সহকারী ফোর্স নিয়ে মাদক দ্রব্য সেবক এবং এর ডিলার বা বিক্রেতাদের একটি ছক বা তালিকা তৈরি করেন।

তখন থেকে তারা গজারিয়ার বিভিন্ন স্থানে তথ্যের বৃওিতে মাঠ প্রর্যায় অভিযান অব্যাহত রেখেছেন,এবং বিভিন্ন সময় বিভিন্ন আসামি আটক করে জেলা আদালতে প্রেরণে সক্ষম হন। কিন্তু দিন যাবত তারা গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর টেংগারচর গ্রাম এর খাড়াকান্দির মাদক দ্রব্য ইয়াবা ব্যবসায়ি আলী সরকার এর গতি বিধি তথ্যের বৃওিতে প্রর্যবেক্ষনে রাখেন। সে সুবাদে গতকাল শনিবার০২/০১/২১ ইং দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গজারিয়া থানাধীন টহল টিম রাএিকালীন টহলে পুলিশ এএসআই আজিজুল হক সহ তার সঙ্গী ফোর্স টেংগারচরে আসিলে সেখান থেকে ২৫ পিচ মাদক দ্রব্য ইয়াবা সহ আটক করে আলী সরকার কে।

আলী সরকার হলেন টেংগারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাড়াকান্দির মৃতঃ লোকমান সরকারের ছেলে,ইয়াবা ব্যবসায়ি এবং সেবন কারি আলী সরকার(ইয়াবা আলী)। আলী’কে ১নং ওয়ার্ডের শাহিন এর মুর্দির দোকান সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করেন গজারিয়া থানা পুলিশ । তথ্য মতে, আমাকে অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দিন জানান, আজ রবিবার ০৩/০১/২১ইং সকাল দিকে সঙ্গী ফোর্সসহ মুন্সিগঞ্জ আদালতে সোপর্দ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com