খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় আজ বুধবার ২৩ জুলাই দুপুরের দিকে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে গলাচিপা উপজেলার ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পাস করা ৩২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীম”(এসইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। তিনি বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের মেধা ও মননের সঠিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলে মিলেই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পথে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও মূল্যায়নের এই উদ্যোগ শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে। আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিভাগুলোকে সঠিকভাবে পরিচালিত করা এবং একে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুন নাহার, সহকারী পরিচালক (পরিকল্পনা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং রীনা রানী, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং তাদের ভবিষ্যতের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিস পটুয়াখালী। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু সম্মানিতই করা হয়নি, বরং তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নও করা হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply