খন্দকার জলিল : স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে ফেয়ার কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগে গণ অধিকার পরিষদের দুই নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় রতনদী তালতলী ইউনিয়নের শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক এবং ফেয়ার কার্ডের ডিলার সাগর হোসেন দুধা ও তার সহযোগী একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গণ অধিকার পরিষদের আহবায়ক দাদন মিয়া আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে ফেয়ার কার্ডের চাল বিতরণের সময় কার্ডধারীদের নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে মাত্র সাড়ে ২৬ কেজি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠে।
এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ সেনাবাহিনী গলাচিপা ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা বিতরণকৃত চালের বস্তা পরীক্ষা করে অনিয়ম প্রমাণ পান। দেখা যায়, ৩০ কেজি চালের পরিবর্তে প্রতিটি বস্তায় প্রায় ৩ থেকে ৪ কেজি করে চাল কম দেয়া হচ্ছে।
সেনা সদস্যরা বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এবং অফিসার ইনচার্জ গলাচিপা থানা আশাদুর রহমানকে জানান। পরবর্তীতে তাদের নির্দেশে ডিলার সাগর হোসেন দুদা এবং দাদন মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাল বিতরন কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন। এ সময় সেনাবাহিনী আশ্বস্ত করে জানায়, যে সকল কার্ডধারীরা এখনও চাল পাননি, তারা পরবর্তীতে সঠিক নিয়মে প্রাপ্য চাল পাবেন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে জানান, ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান ও ডিলার সাগর হোসেন দুদা মিয়া দীর্ঘদিন ধরে গরিব মানুষের চাল আত্মসাৎ করে আসছে। তাদের ভাষায়, “আজ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত না হলে দরিদ্র জনগণ আবারও বঞ্চিত হতো।”
পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ একযোগে ব্যবস্থা নেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply