শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মিরপুর মডেল থানা শাখা সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান পালনে মাসব্যাপী কর্মসূচি রংপুরে হত্যা মামলায় আইনজীবী আব্দুল হক প্রামাণিক কারাগারে তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির (সভাপতি) জাহাঙ্গীর আলমের নির্দেশ যুবদল কর্মী মোশারফ হোসেনের ও তার স্ত্রী আহত। ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রাইভেট কারের ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত-৪ গলাচিপা পৌরসভায় পানির হাহাকার, চারটি সাবমারসিবল পাম্পেও কাভার হচ্ছে না চাহিদা কবি আল মাহমুদের সাহিত্য সকল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করার দাবি জানিয়েছে বরিশালের লেখক সমাজ ।। পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে কৃষকের দুইটি গরু মৃত্যু ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই-মেঘনা-তেতুলিয়া নদী

গলাচিপায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সংবাদ সন্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :

গত দুইদিন ধরে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদ এবং বিএনপির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একপক্ষ অপর পক্ষের দলীয় অফিস ভাংচুরসহ নেতাকর্মীদের মারধরের পাল্টা পাল্টি অভিযোগ করছে। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার দাবি উঠেছে।

উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান পরিস্থিতি স্বাভাবিক রাখতে গলাচিপা উপজেলায় আজ শুক্রবার সকাল থেকে ১৫ জুন সকাল ৮ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ সময় কোন প্রকার বিক্ষোভ সভা সমাবেশ মিছিল মিটিং এবং গণজমায়েত করা যাবে না বলে ঘোষনা দেয়া হয়।

আজ ১৩ জুন শুক্রবার বিকাল ৩:৩০ টায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন এর অনুসারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এনে উপজেলা রেস্ট হাউজের সামনে এক সংবাদ সন্মেলনের আয়োজন করেন। এতে গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নুরুল হক নুর সন্মেলনে বলেন গলাচিপা দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তার দলীয় অফিস এবং নেতাকর্মীদের দোকান, বাড়ি-ঘর বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন এর অনুসারীরা ভাংচুরসহ নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেন। তিনি আরও বলেন স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর গলাচিপা দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের বিপুল জনসমর্থন দেখে হাসান মামুন ঈর্ষান্বিত হয়ে
তার নেতাকর্মীদের দিয়ে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছেন। গতকাল আমি বকুল বাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া দলীয় কর্মসূচী পালন শেষে গলাচিপা রওয়ানা দিলে বিএনপির নেতাকর্মীরা আমার প্রান নাশ করার জন্য রাস্তায় গাছ ফেলে ধারালো অস্ত্র এবং ইট পাটকেল নিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে ভোর রাত ৪ টার সময় উদ্ধার করে গলাচিপা নিয়ে আসে। নুরুল হক নুর বলেন জুলাই গনঅভ্যুত্থানে আমি হাসিনা সরকারকে ভয় পাইনি। বুলেট ঠেকিয়ে আমার মাথা নত করাতে পারেনি। আমি সেই নুর এখন আর কাউকে ভয় পাইনা। হাসান মামুন এর কর্মকান্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হইতেছে বলে জানান এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীসহ জেলা প্রশাসকের বিরুদ্ধেও অভিযোগ তুলেন। তিনি আরও বলেন এব্যাপারে বিএনপির হাই কমান্ডের সাথে কথা বলবেন তারা এর কোন ব্যবস্থা না নিলে তিনি তার নেতাকর্মীদের দিয়ে আলোচনা করে সাংগঠনিক পদক্ষেপ নিবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com