গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই এলাকায় গাইবান্ধা র্যাব-১৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আতিকুর রহমান উজ্জল (৪৫) নামের এক মাদক কারবারি আটক।
মঙ্গলবার (২৮শে মার্চ) সকালে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত আতিকুর রহমান উজ্জল(৪৫) নামের ব্যক্তি সে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সোমবার (২৭শে মার্চ) গাইবান্ধা র্যাব -১৩ ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই এলাকায় অভিযান পরিচালনা করে।
গাইবান্ধা র্যাব-১৩ অভিযানিক দলটি
এসময় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আতিকুর রহমান উজ্জল(৪৫) নামের ১ মাদক কারবারিকে আটক করে।
গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান , আটকৃতকে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান উজ্জল (৪৫) নামের ব্যক্তি সে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছেন বলে জানান তিনি ।
তিনি আরও বলেন, আটককৃত মাদক কারবারি উজ্জলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় গাইবান্ধা র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply