রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
পুলিশ সুপার, গাইবান্ধা নির্দেশনা মোতাবেক গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর পশ্চিম পার্শ্বে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর যানবাহন চেকিং করাকালে ইং ১৬/০৮/২০২৩ তারিখ ১১.০৫ ঘটিকার সময় কুড়িগ্রাম টু ঢাকা গামী এসএন পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৫২৬৮ কুড়িগ্রাম হইতে ঢাকা যাওয়ার পথে বাসের ভিতরে চেকিং করাকালে বাসের বাম পার্শ্বে I-1, সিটে বসা যাত্রী মোঃ হাশেম আলী এর দেহ তল্লাশী করিয়া তাহার দুই হাটুর মাঝখানে একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতরে লাল পলিথিনের পোটলায় ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানাধীন পশ্চিম চারমাথায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া গ্রামস্থ মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-মৃত গনি মিয়া এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে ফাকা যায়গা হইতে ০২ (দুই) জন মাদক কারবারিকে ৪০ (চল্লিশ) পিস Tapentadol Tablets এবং মাদক বিক্রয়ের ১৭,১৭০/- টাকা সহ গ্রেফতার করা হয়।
অপরদিকে সাঘাটা থানা পুলিশ মাদক উদ্ধার অভিযান ডিউটি পরিচালনা করা কালে ইং ১৬/০৮/২০২৩ তারিখ রাত্রী ০১.০৫ ঘটিকার সময়ে মামুদপুর গ্রামের জনৈক ফিরিজুল ইসলামের বাড়ীর সামনে বেড়িবাধের পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী ০১। মোঃ আপেল মন্ডল (২৫) পিতাঃ মোঃ শাহজাহান মন্ডল সাং- মামুদপুর থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা এর দেহ তল্লাশী করিয়া রাত্রী ০১.৩০ ঘটিকার সময়ে আসামীর নিকট হইতে ০১টি নীল রঙ্গয়ের এয়ার টাইট পলি
Leave a Reply