শিরোনাম :
তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ: আমিনুল হক পাইকগাছা (খুলনা) — মটরসাইকেল গ্যারাজের মালিক ৩ বোতল বিষপান করে মৃত্যু; তদন্তের দাবি। গোপালপুরে ৫২তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন গলাচিপায় আইনজীবীদের টানা ১৪ দিন আদালত বর্জনেও মিলেনি সমাধান আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে গলাচিপায় প্রস্তুতি সভা কাশিমপুর মহিলা কারাগারে বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ: ৭ কর্মকর্তার নামে। সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার: আওরঙ্গজেব কামাল” টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার। ভোলা-৪) চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন প্রত্যাশী  মোহাম্মদ  নুরুল ইসলাম নয়নের পথসভা। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন, পত্রিকার প্রকাশক আছিয়া রহমান।

গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক বিল্লাল হোসেন বেপারী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২২ বার পঠিত

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

বিল্লাল হোসেন বেপারী গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অবহেলিত নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও মুল্যায়ন করার জন্য শ্রীপুরের জাতীয়তাবাদী শক্তির এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন নিজেকে।দেশ ও মানুষকে তিনি তাঁর হৃদয়ের আধেয় করে একজন আত্মত্যাগী দেশপ্রেমিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। ছাত্রজীবন থেকে যে শিক্ষা ও দীক্ষা তাঁর জীবনকে আলোকিত করে তোলে, তার শিখা চিরন্তন করে রাখছেন তিনি।

ছাত্রজীবন থেকেই বিল্লাল হোসেন বেপারী মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে। নিজেই রাজনৈতিকভাবে এবং গণমানুষের অধিকার আদায়ের প্রস্তুতের আদর্শে গড়ে তোলেন। পারিবারিক সমর্থন ও এলাকার মানুষের অণুপ্রেরনায় ছাত্রজীবন থেকেই গাজীপুরের শ্রীপুরের জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে তাঁর। আর সে জন্যই ভাগ্যকে সে জয় করতে গিয়ে নিজের জীবনের প্রতি তাকিয়ে দেখার সুযোগ পাননি। জেল-জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র, শাসকগোষ্ঠীর অত্যাচার—সব কিছু সহ্য করেছেন; কিন্তু বিল্লাল হোসেন বেপারী কোন নেতা-কর্মীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিস সরকারকে উৎখাত করতে গাজীপুরের শ্রীপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সম্মুখ ভাগে থেকে প্রতিরোধ গড়ে তুলা বিল্লাল হোসেন বেপারী ছিল কর্মীদের প্রাণশক্তি।তাঁর ব্যাক্তিগত আয়-রোজগার হতে দলের বিগত দিনগুলোতে সামর্থ্যে সবটুকু দিয়ে নিপীড়িত নেতা-কর্মীদের খোঁজ-খবর রেখে এবং সহযোগীতার হাত বাড়িয়ে কর্মীদের মাঝে দেবদুতে পরিণত হন।পাশাপাশি দলের অগ্রজ নেতাদের প্রতি অগাধ আস্তা আর শ্রদ্ধাবোধ ছিল অকৃপন।

তাঁকে স্পর্শ করেনি দলীয় গ্রুপিং।বর্তমানে গাজীপুর-৩ আসনের বিএনপির নেতৃত্বের কর্নধার অধ্যাপক ডাঃরফিকুল ইসলাম বাচ্চুর রাজনৈতিক আদর্শে উজ্জবীত হয়ে দলকে সাংঘঠিনভাবে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারন মানুষকে কাছে রাখতে এবং তাদের পাশে থাকতে অবিরাম ছুটে চলছেন বিল্লাল হোসেন বেপারী।তাঁর লক্ষ্য ছিল মানুষের আপন হওয়া এবং তার রাজনীতি যাতে দল এবং সমাজের কল্যাণে আসে। একজন প্রকৃত নেতা হওয়ার সব গুণই শ্রীপুরের জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা তাঁর মধ্যে খুঁজে পান।সেকারণেই জাতীয়তাবাদী দলের তৃনমুলের নেতাকর্মীরা আসন্ন শ্রীপুর পৌর বিএপির পুর্নাঙ্গ কমিটিতে দায়িত্বশীল পদে রাখতে এরই মধ্যে বিল্লাল হোসেন বেপারীর পক্ষে পৌরসভার ওয়ার্ড হতে শুরু করে উপজেলা,জেলা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানানো হচ্ছে বলে একটি বিশ্বস্ত সুত্র হতে জানা গেছে।

রাষ্ট্রনায়ক তারেক রহমানের সংঘঠন শকক্তিশালী করতে বিগত দিনে পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দলের গুরুত্বপুর্ন বা দায়িত্বশীল জায়গায় রাখার যে দিকনির্দেশনা রয়েছে তা শ্রীপুরে বাস্তবায়িত করলে আসন্ন শ্রীপুর পৌর বিএনপি কমিটির বিল্লাল হোসেন বেপারীদায়িত্বশীল পদের পাবে এমনটায় ধারনা বা বিশ্বাস শ্রীপুর পৌরসভার নেতাকর্মী এবং বিল্লাল হোসেন ব্যাপারীর ভক্তদের।

বিল্লাল হোসেন ব্যাপারীর ঈর্ষানীয় নেতৃত্বের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনার শক্তি কোথায়?’ বিল্লাল হোসেন ব্যাপারীর সে প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আমার দলের সবপর্যায়ের নেতাকর্মীদেরকে আমার পরিবারের সদস্য মনে করি,আমার এলাকার জনগণকে ভালোবাসি।’ ‘আর আপনার দুর্বল দিকটা কী?’ বিল্লাল হোসেন বেপারীর উত্তর,শহীদ জিয়ার আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা আর দেশ নায়ক তারেক রহমানে দুড়দৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রতি।

জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের অন্তর্নিহিত শক্তির ওপর অপার আস্থা-বিশ্বাস, অসাম্প্রদায়িক,নেতাকর্মীদের প্রতি নিঃশর্ত ভালোবাসা, মমত্ববোধ, দলের দুর্দিনে অসীম ত্যাগ স্বীকার এবং সহমর্মিতার বিরল দৃষ্টান্তসমৃদ্ধ মানুষ গাজীপুরের শ্রীপুরে বিল্লাল হোসেন বেপারী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com