শামীম আল মামুন,স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরের মালেকের বাড়ী এলাকায় অভিযান চালিয়ে চাপাতি-চাকুসহ তিন রাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুয়ারচালা এলাকার আশরাফ আলীর ছেলে আব্দুল মালেক ওরফে মাসুদ (৩৫), শেরপুরের নকলা থানার দত্তপুরী দড়িতেঘরি এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. মেহেদী হাসান আকাশ (২০) ও গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা পশ্চিম পাড়া এলাকার কালাম ভান্ডারীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে ফয়সাল (৩০)।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, রোববার ভোর ৪টা৫০ মিনিটে মালেকের বাড়ী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে গাছা থানার এসআই (নিঃ) নাদির উজ জামানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ ডাকাত সদস্য পালিয়ে গেলেও ওই তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে ১ টি স্টীলের ধারালো চাপাতি, ১ টি স্টীলের ধারালো সুইচ গিয়ার চাকু এবং ১ টি স্টীলের ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় ৫টি, গাছা থানায় ১টি, টঙ্গী পশ্চিম থানায় ১টি এবং সদর থানায় ১টি মামলা রয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাছা থানায় মামলা হয়েছে।
পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply