শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু। ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা সিংগারবিল ইউনিয়নে এক আতঙ্কের নাম গ্রাম পুলিশ নার্গিস বেগম। আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭০ (সত্তর)কেজি গাঁজা উদ্ধার; পিকআপ সহ ০১ মাদক কারবারী গ্রেফতার: ঝিনাইদহের কন্যা দেশের সর্বোচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট শিমুল সুলতানা। শ্রীপুরে জোরপূর্বক অন্যের জমিতে ঘরবাড়ি দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে , দুর্গাপুরে চাঁদাবাজি করতে গিয়ে ২ পুলিশ কনস্টেবল গণধোলাই,পুলিশ লাইনে ক্লোজড প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন: গোদাগাড়ীর চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী কলিম গ্রেফতার

গাজীপুরে দুই শিশু অপহরণ করে হত্যা। গ্রেফতার দুই।

সেলিম মাহমুদ গাজীপুর টঙ্গী থেকে
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৭১ বার পঠিত

গাজীপুর মহানগর গাছা এলাকায় দুই শিশুকে অপহরণের পর হত্যা

গত ২০ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে মাত্র ৩ বছরের শিশু মোঃ নিহাদ ইসলাম পূর্ব কলমেশ্বর এলাকা থেকে সকাল ১১ টা ২৫ মিনিটে অপহৃত হয়।

পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে শ্যামপুর থানাধীন করি মোল্লাবাগ এলাকার একটি তিনতলা ভবনের পানির ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে ০৯ মার্চ ২০২১ ইং তারিখে ২ বছর ৮ মাস বয়সী সুমাইয়া আক্তার সুমু কে অপহরণ করা হয়।

পরবর্তীতে সুমাইয়া আক্তার সুমুকে ফিরিয়ে দেয়ার আশ্বাসে মোবাইল ফোনের মাধ্যমে ৫,০০,০০০ (পাঁচ) লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয় কিন্তু শিশু সুমাইয়া আক্তার সুমু কে হত্যার পর ফেলে দেয়া হয় কলকারখানার বজ্র পদার্থে ভরপুর এক নর্দমার নালায়। হাজার খোজাখুজির পরও পাওয়া যায় নি সুমু’র মৃত দেহ।

শিশু নিহাদের পরিধেয় বস্ত্র অভিযুক্ত আলী আকবর এর স্বীকারোক্তি ও দেখানো মতে তার বাসা সংলগ্ন ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।

#আসামি গ্রেফতারঃ
গাছা থানাধীন দক্ষিন খাইলকুর সাকিনস্থ বাহার মার্কেট এলাক থেকে আসামী আকবর আলী (২৪), পিতা- মৃত আলী জব্বার সর্দার, সাং- পুইট্টা, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরীয়তপুর।

বর্তমানে হায়দারাবাদ, তালতলা (আবুল এর বাড়ী ভাড়াটিয়া), থানা- পূবাইল, গাজীপুর মহানগর’কে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামীকে অপহরনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে উপরোক্ত অপহরনের কথা শিকার করে।

এ সংক্রান্তে বাদীদের অভিযোগের প্রেক্ষিতে গাছা থানার মামলা নং- ১৯(০২)২০২১ ও ০৯(০৩)২০২১ রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পর জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিন) বিভাগ স্যার, জনাব মোঃ হাসিবুল আলম, অতিঃ উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিন) বিভাগ স্যারদের নির্দেশ ক্রমে মোঃ আহসানুল হক, সহকরী পুলিশ কমিশনা, গাছা (জোন), অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব নন্দলাল চৌধুরী এর নেতৃত্বে এসআই (নিঃ) উৎপল কুমার সাহা , এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন ও সঙ্গীয় নারী কং/৯৩০ ইতি মনি সহ আসমীর কল লোকেশন পর্যালোচনা করে অভিযান পরিচালনা করিয়া আসামি কে গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com