গাজীপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম
আলমগীর হোসেন সাগর
গাজীপুর জেলা প্রতিনিধ :
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজারসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন গাজীপুর সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। পূজা মন্ডপ পরিদর্শন
কালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে থেকে নিরাপত্তা দিবে। পূজা মন্ডপ পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ
Leave a Reply