নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান।
ডা. শায়লা শারমিন বলেন, “এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নৃ-গোষ্ঠীর আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা এবং তাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ। টেকসইভাবে প্রকল্পটি পরিচালিত হলে এসব পরিবারের আর্থিক উন্নয়ন ঘটবে এবং জীবনমান উন্নত হবে।”
তিনি জানান, “এ প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০০ জন সুবিধাভোগীকে পর্যায়ক্রমে উন্নত জাতের ২০টি করে মুরগি এবং মুরগি রাখার জন্য টিনের তৈরি একটি করে ঘর দেওয়া হয়েছে। এ ছাড়া জনপ্রতি ৯ কেজি করে দানাদার রেডি ফিড খাবার সরবরাহ করা হয়েছে।”
সুফলভোগীরা এ উদ্যোগের জন্য সরকার ও প্রাণিসম্পদ দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা যেমন নিজেদের আর্থিক উন্নয়ন করতে পারবেন, তেমনি গোদাগাড়ীর সামগ্রিক সামাজিক উন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply