ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু করেছে। ঘনকুয়াশায় রাত ২ থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় কতৃপক্ষ। পরে সকাল ১০টায় কুয়াশার প্রকোপ কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। তবে ৯ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দূভোগে পড়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। কনকনে শিতে ভোর থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল ৩শতাধিক পন্যবাহী ট্রাক ও পরিবহন। ভোর থেকে পরিবারের লোকজন নিয়ে ঘাটে অপেক্ষারত ছিল যাত্রীরা।
রোগীবাহী এ্যাম্বুলেন্সও অপেক্ষা করতে দেখা গেছে ঘাটে। ফেরি ঘাট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে রাত ২ টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়ে। এদিকে কুয়াশার কারনে মাঝ পদ্মার বিভিন্ন স্থানে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানিয়েছে। এছাড়াও সকালে কুয়াশার পরিমান আরো বেশি হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল ও বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশার প্রকোপ কেটে গেলে সকাল ১০টা থেকে লঞ্চ, স্পীড, বোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে নৌরুটের সকল নৌযান চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরিসহ নৌযান চলাচল শুরু করে।
Leave a Reply