মোঃ শহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার:সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ মাসুদ রানা ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী বিধান আবিদ এর তত্ত্বাবধানে,ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী রফিক আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরিফ ফয়সল এর নেতৃত্বে ডবলমুরিং মডেল থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই সন্তোষ বালা, এএসআই/কাজী সাইফুল ইসলাম, এএসআই/ইসমাইল হোসেন, এএসআই/মোঃ জাহাঙ্গীর আলমদের সহায়তায় পরোয়ানাভুক্ত আসামী আলহাজ্ব হারুনুর রশিদ, পিতা-মৃত আলহাজ্ব নুর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্টা: লি:, ফারুক চেম্বার, ১১ তলা, ১৪০৩, শেখ মুজিব রোড, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামকে ১২/০১/২০২৫ খ্রি. তারিখ রাত ১১:৩০ Pm ঘটিকার সময়গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার মতিঝিল মডেল থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।বর্ণিত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় ০৮টি সিআর সাজা, ০৮টি সিআর, ০২টি জিআর পরোয়ানা এবং হালিশহর থানার ০৭টি সিআর সাজা, ২০টি সিআর পরোয়ানাসহ সর্বমোট ৪৫টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল।
উল্লেখিত
ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামীকে যথাযথ নিয়মে অদ্য ১৩/০১/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়
Leave a Reply