লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃঅফিসার ইনচার্জ জনাব এ কে ফজলুল হকের তর্থপরতা ও দিক-নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনা করিয়া, ননজিআর মামলা নং-৪৬/২০২০ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আব্দুর রহমান প্রকাশ বাবলু ৫০ পিতা-আব্দুল মন্নান, সাং চরচামিতা,থানা-চন্দ্রগঞ্জ, জেলা লক্ষীপরকে অত্র থানার এএসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন। চন্দ্রগঞ্জ থানার মামলা নং-১৪ তারিখ-১৬/০৮/২০২০ইং ধারা ৪৫৭/৩৮০ এর পলাতক আসামী মোঃ রফিক ২৩ পিতা মৃত আব্দুল মন্নান, সাং-পশ্চিম মান্দারী থানা চন্দ্রগঞ্জ জেলা লক্ষ্মীপুরকে অত্র থানার এসআই মোঃ আব্দুর রাহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন। উভয় আসামীদ্বয়কে অদ্য ১৬/০২/২০২১ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক মাতৃৃজগত পত্রিকার প্রতিনিধি সাক্ষাত কালে অফিসার ইনসার্জ এ কে ফজলুল হক জানান আমার থানা এলাকায় কোন অপীরাধীর স্থান হবেনা আইন সবার জন্য সমান, উচু নিচু বুজিনা অপরাধের খেত্রে সবাই আমার কাছে সমান।
যিনি সমাজের সবার কাছে বালো সে আমার কাছেও বালো অপরাধী সবার কাছে অপরাধী, তাই সবাই বালো ও সত পথে ছলুন আইনকে সহযুগিতা করুন দেশের কাজে এগিয়ে আসুন।
Leave a Reply