আব্দুল করিম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ মঙ্গলবার (৩ নভেম্বর)সকালে তাকে নগরের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম।জানা গেছে,হাল্কা অসুস্থ বোধ করায় এক সপ্তাহ ধরে আ জ ম নাছির উদ্দীন বাসায় অবস্থান করছেন।অবশেষে চিকিৎসকের পরামর্শে তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়।সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার ফুসফুসের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত পাওয়া গেছে।করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।প্রাথমিকভাবে চিকিৎসকরা করোনা পজিটিভ বলে ধারণা করছেন।
Leave a Reply