চাঁদপুরে অন্যের জায়গার গাছ উঠিয়ে ফেলা হয়েছে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক
ইকবাল হোসেন স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার তিন নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বাগপুর গ্রামের বাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাটোয়ারী বাড়ির হাসান পাটোয়ারীর ঘরের দক্ষিণ পাশে অনেকগুলো সুপারি গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো আজ সকালে বহিরাগত সন্ত্রাসী মহসিন ও তার সঙ্গে চলা অন্যান্য সন্ত্রাসীরা মো:আবদুল হক-পিতামাতামৃত মো:ফাজিল উদ্দিন মো:মহসিন সাং দত্তষোল্লা, ফেরদৌসী , আয়শা এদের প্ররোচনায় ওই বাড়িতে এই সকল কর্মকান্ড চালায়। পূর্বেও তারা অনেক জঘন্য কর্মকাণ্ড করে যা উক্ত এলাকার চেয়ারম্যান মেম্বাররা অনেকবার বিচার সালিশ করেও সমাধান করতে পারে নাই। পরবর্তীতে আব্দুল হক ফেরদৌসী ও আয়েশা এরা দায়রা জজ কোর্টে বিভাগীয় মামলা করে । মামলা চাঁদপুর জেলা দায়রা জজ কোর্টের চলমান আছে উক্ত মামলা চলমান অবস্থায় বহিরাগত সন্ত্রাসী ধারা আরো ঝামেলা তৈরি করার জন্য উক্ত কর্মকাণ্ড চালায় এবং হাসান পাটোয়ারীকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং বিভিন্ন সময় ভয়-ভীতি দেখায়। হাসান পাটোয়ারী উক্ত গ্রামে সম্মানের সহিত বসবাস করে। তার সম্মানহানির জন্য পূর্ব থেকে বিভিন্নভাবে তার নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে। উক্ত গাছ উঠাতে বাধা দিলে তাকে এই বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি প্রদান করে। ফরিদগঞ্জ পৌরসভার নিয়োগকৃত আমিন ধারা মাপা হয় কয়েকবার বিরোধীপক্ষ মাপার সময় উক্ত মাপ মেনে নেয়। পরবর্তীতে তারা আবার ঝামেলা সৃষ্টি করে। এমনকি পূর্বে হাসান পাটোয়ারীর ঘরের দুই পাশে তালা মেরে দিয়ে এদেরকে আটকে রাখে এবং জালনার গ্রিল কেটে তারা ঘর থেকে বের হয়ে পড়ে তালা ভাঙ্গে। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য এবং বিচারের সালিশি অনেকবার হয়েছে। বিরোধীপক্ষ সবার সামনে বিচার সালিশ মেনে যায় পরবর্তীতে তারা এহনো কার্যক্রম চালায়। এ ব্যাপারে প্রশাসনের সু- দৃষ্টি কামনা করছি।
Leave a Reply