মুন্নি আক্তার,চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪২০পিস ইয়াবাসহ যুবলীগ নেতা মোঃজহির মিজি(৩৪)কে গ্রেফতার করা হয়েছে। ৫ ডিসেম্বর( শনিবার) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম দক্ষিণ বালিয়া গ্রামস্থ লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে জানা যায়, শনিবার সকাল ১০টা হতে সাড়ে ১০টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন দক্ষিণ বালিয়া গ্রামস্থ লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী জহির মিজি( ৩৪) পিতা -মোঃমোক্তার আহম্মেদ মিজি কে তার নিজ দেহ তল্লাশী করে ৪২০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী বিকাশ ব্যবসার আড়ালে গোপনে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।মামলা নং-১৩। আটক জহির মিজি জানান, আমাকে সুপরিকল্পিত ভাবে মাদক বিক্রেতা একটি মহল ফাঁসিয়ে দিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি এ বিষয়ে অধিকতর তদন্তের মাধ্যমে সঠিক ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী মুঠোফোনে বলেন,জহির মিজি যুবলীগ করে। বিষয়টি আমায় দারোগা জানিয়েছেন আমি শুনে বলেছি আইনগতভাবে ব্যবস্থা নেয়ার জন্য।
Leave a Reply