স্টাফ রিপোর্টার মোঃ কবির, চাঁদপুর
চাঁদপুর জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ০৮ বোতল ফেনসিডিল ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানা অভিযান
অফিসার ইনচার্জ জনাব মোঃ রবিউল হকের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জাফর আহমেদ ও তার সঙ্গীয় ফোর্স সাদুল্যাপুর ইউনিয়ন থেকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই আসামী মোঃ দুলাল (৪৮) ও আবুল কাশেম (২৮)-কে গ্রেফতার করেন।
এছাড়া একই দিনে সাদুল্যাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ০৮ বোতল ফেনসিডিলসহ মোঃ রুবেল হোসেন (৩৪) ও মোঃ আব্দুল বাতেন (৬৪)-কে আটক করা হয়।
শাহরাস্তি থানা অভিযান
ওসি মোহাম্মদ আবুল বাসারের দিক-নির্দেশনায় শাহরাস্তি থানা পুলিশ সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করে।
মোঃ শফিকুর রহমান (১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত),
আনোয়ার হোসেন (৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত),
মোঃ জহিরুল ইসলাম (১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত)।
চাঁদপুর সদর মডেল থানা অভিযান
ওসি মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এএসআই সুমন কুমার দাশ ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়।
মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী হৃদয় (১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত),
মোঃ অন্তর খান (১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত)।
ফরিদগঞ্জ থানা অভিযান
ওসি (ভারপ্রাপ্ত) রাজীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে কালিরবাজার রোড থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল হোসেন (৩১)-কে আটক করা হয়।
এছাড়া এসআই মোঃ আবু তাহেরের নেতৃত্বে ডোমরিয়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী মোঃ আহসান উল্যাহ গ্রেফতার হন।
মতলব দক্ষিণ থানা অভিযান
ওসি মোঃ সালেহ্ আহাম্মদের নির্দেশনায় এএসআই একেএম মাসুদুল হক ও তার টিম দগরপুর এলাকা থেকে অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ রুবেল (৩২)-কে গ্রেফতার করে।
পুলিশি বক্তব্য
চাঁদপুর জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply