চাঁদপুর ফরিদগঞ্জ ষোলদানা চৌধুরী বাড়িতে সন্ত্রাসী হামলা
স্টাফ রিপোর্টারঃ সাখাওয়াত
চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা,৬ নং গোপটি ইউনিয়নে, ৩ নং ওয়ার্ডে,ষোল দানা গ্রামে চৌধুরী বাড়িতে মৃত নুরুল ইসলাম এর বড় ছেলে তাজুল ইসলাম বয়স (৪৫), ঘর ভাঙচুর করে ২২/০৬/২০০৪ইং তারিখে এবং নগদ তিন লক্ষ তিরিশ হাজার টাকা দুর্বৃত্তরা লুটপাট করে নিয়ে যায়, জানা যায় যে দুর্বৃত্তরা তাজুল ইসলামের ছোট ভাই ফয়েজ চৌধুরী বয়স (৪৩),ফয়েজের স্ত্রী রেনু বেগম (৩৫),ফয়েজ চৌধুরী ছেলে ফখরুল (২১), তার বোন রিনা বেগম (২৮),ও রোকসানা বেগম (৩০),এবং ভাড়া করে আনা সন্ত্রাসী রাব্বি (২১),৪-৫ মোটরসাইকেল এবং ২-৩টা সিএনজি বোঝাই করা সন্ত্রাসী অস্ত্র নিয়ে ঘরের বেড়া, ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে ফেলে। ঘটনাস্থলে আরো জানা যায় যে তাজুল ইসলামের মেয়ে খাদিজা আক্তার তিনি (২১)এর বিয়ের বাবদ খরচের জন্য ৩,৩০,০০০/-টাকা হামলাকারীরা নিয়ে যায়, ঘটনাস্থলে জানা যায় যে হামলাকারীদের অবস্থান সময় ৬ঃ৪৫ মিনিটে দেখে ঘর থেকে তাজুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা বেগম(৩৮), তার কন্যা খাদিজা আক্তার তিন্নি (২১) আরেকটি মেয়ে হাফুজা ইসলাম তিশা(৬) তার ছেলে তরিক ইসলাম তুহিন (১৮) ও ছোট শিশু তাওসিফ ইসলাম তাহা(৯মাস) কে নিয়ে দুর্বৃত্তদের ভয় ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।এবং ৯৯৯ ফোন করে আইন রক্ষাকারী বাহিনীর সাহায্য খোঁজেন। এবং রাত প্রায় ১০ঃ৩০ মিনিটে সময় ফরিদগঞ্জ থানার ডিউটি প্রাপ্ত কর্মকর্তা এসে হাজির হন। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। এবং জানা যায় যে দুর্বৃত্তরা ঘরের বেঁড়ার টিন খুলতে বা ভাঙতে গিয়ে নিজেরা অন্য জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে পুলিশ আসার আগেই হাসপাতালে চিকিৎসার জন্য যান। এতে তাজুল ইসলামের নগদ ৩,৩০,০০০/-টাকা সহ প্রায় ৫,৫০,০০০/- ক্ষতি হয়। ঘটনাস্থলে আরো জানা যায় যে বিগত ৩০/৩/২০২৪ইং এ দুপুর ২ ঘটিকার সময় একইভাবে হামলা করে এবং তাজুল ইসলামের কন্যা স্ত্রী কে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। এমত অবস্থায় ওই তারিখে চাঁদপুর জজ কোটে ফরিদগঞ্জ আদালতে তাজুল ইসলাম এর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ২১৫ /২৪ নং একটি মামলা দায়ের করেন। জানা যায় তাজুল ইসলাম একজন দিন মুজুর। তিনি চট্টগ্রাম থাকেন। তার পরিবার বাড়িতে বসবাস করেন।
Leave a Reply