চাঁদপুরের হাজীগঞ্জে মকিমাবাদ ইউনিক হাসপাতালের সামনে থেকে ৩০৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাদশা প্রকাশ রাজু(২৬) পিতা- অজ্ঞাত, সাং- ঘাশিপুর, সেন্দ্রবাজার, ও মোঃ রাসেল হোসেন (২২) মোঃ মজিবুর রহমান সাং- মকিমাবাদ ৫নং ওয়ার্ড উভয় থানা হাজীগঞ্জ। বুধবার (২৪) ফেব্রুয়ারী মধ্যরাতে এস আই সুমন মিয়া, এস আই জয়নাল আবেদিন-২ ও এসআই রুবেল সিংহ একটি সিএনজি তল্লাশী করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ সহ আশেপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসায় করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply