আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহাডাঙ্গা নামক স্থানে রেললাইনের পাশে স্থানীয় লোকজন ০১ ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় উক্ত ব্যক্তি নিহত হয়েছে।
আজ ২৫ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে পুলিশ সকাল ১০টার দিকে বিদিরপুর মহাডাঙ্গা নামক স্থানে রেললাইনের ধার থেকে মুন্জুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তথ্যসূত্রেঃ জানা যায় নিহত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উদয়ন পাড়ার মৃত মুনসুর রহমানের ছেলে মুন্জুর রহমান (৫৫)। রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) সোলায়মান জানান স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রেললাইনের পাশ থেকে মুন্জুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারনা করা হচ্ছে ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মারা যান তিনি।
Leave a Reply