মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাইকেল চালানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার প্রধান আসামি কিশোর গ্যাংলিডার সোহেল আলী (১৮) কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সোহেল আলী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুর ভান্ডার গ্রামের রজবুল আলীর ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দারুস সালাম দক্ষিণ পাইকপাড়া এলাকার মিরপুর বাংলা কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ৭ জুন জেলার শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল আঁকাবাঁকা করে চালোনোর ঘটনায় তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী (১৪) নামে নবম শ্রেণির স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পরেরদিন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। ওই মামলায় সোহেল আলী প্রধান আসামি ছিল।
Leave a Reply