স্টাফ রিপোর্টার, সেলিম রেজাঃ- সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ১৩ মার্চ ২০২২ ইং তারিখ ১৯:৩০ ঘটিকা হইত ২১:০০ ঘটিকা গোয়েন্দা তথ্যর ভিত্তিত চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ঝিলিম ইউনিয়নর আমনুরা বাজার অভিযান পরিচালনা করে অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নাগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজর শিক্ষার্থীদের নিকট হস্তান্তরৎকরায় (ক) কম্পিউটার মনিটর-০৩টি, (খ) সিপিইউ-০৩টি, (গ) কী-বার্ড- ০৩টি, (ঘ) মাউস- ০৩টি, (ঙ) হার্ডডিক্স -০৪টি, (চ) কম্পিউটার ক্যাবল-০৮টি সহ আসামী ১। মাঃ সাঈম ইসলাম (২৩), পিতা-মাঃ জামাল উদ্দিন, মাতা-মাছাঃ নুরজাহান বগম, সাং-আমনুরা ঝিলিম বাজার, ২। মাঃ আব্দুল আলিম (৩৩), পিতা-মাঃ তকিব আলী, মাতা-মাছাঃ নাজমা বগম, সাং-আমনুরা দরগা পাড়া, এবং ৩। মাঃ জহুরুল হক জুয়ল (৩২),পিতা-মাঃ আলমাস উদ্দিন, মাতা-মাছাঃ ফনী বগম, সাং-আমনুরা কলানী পাড়া, সর্ব ইউপি-ঝিলিম, থানা ও জলা-চাঁপাইনবাবগঞ্জ সদর কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় য, তারা জব্দকৃত আলামত পর্নাগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধর হস্তা হস্তান্তর করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁপাইনববাগঞ্জ জলার সদর থানায় ২০১২ সালের পর্নাগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply