শার্শায় চাঞ্চল্যকর ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই ছিনতাইকৃত নগদ অর্থ, ১টি ওয়ান শুটারগান পিস্তল ও ছিনতাইকাজে ব্যবহুত মোটরসাইকেলসহ তিন জনকে গ্রেফতার করলো জেলা পুলিশ যশোর।
গত ইং ২৪/০২/২০২১ তারিখ বেলা ১১.৪৫ ঘটকার সময় শার্শা থানাধীন মাঠপাড়া সাকিনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর জনৈক নুর হোসেন এর বাড়ীর সামনে মোঃ শিমুল হোসেন টুটুল, পিতা খলিলুর রহমান, সাং- বাকুলিয়া, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর নাভারন ডাচ বাংলা এজেন্ট ব্যাংক হতে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে ডাচ বাংলা ব্যাংকে ৬ লাখ টাকা জমা দিয়ে বাকী ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মটর সাইকেল যোগে ফেরার পথে অজ্ঞাতনামা ৩ জন পালসার মটরসাইকেল যোগে টুটুলের গতিরোধ করে মারপিট করে এবং তার নিকট থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে এই ঘটনা সংক্রান্তে শার্শা থানার মামলা নং ৪৩(২)২০২১ রুজু করা হয়।
ঘটনাটি অতি চাঞ্চল্যকর হওয়ার যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় শার্শা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি), কঠোর নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব সালাহ উদ্দীন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, জনাব গোলাম রব্বানী শেখ, পিপিএম, যশোরদ্বয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশের নেতৃত্বে এসআই(নিঃ)/ শামীম হোসেন সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম ও শার্শা থানা পুলিশ ইং ২৫/০২/২০১২১ তারিখ রাত ০১.০০ থেকে ০৪.০০ ঘটিকার মধ্যে বেনাপোল পোর্ট থানাধীন ভবেড়বেড় ও বড় আঁচড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ৩ জনকে গ্রেফতার করে।
সে সময় তাদের হেফাজত হতে ছিনতাই হওয়া ৭৮০০০০/= টাকার মধ্যে ৭৬৪০০০/= টাকা সুজনের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এছাড়া ভিকটিমের মোবাইল ফোনটি নোমানের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
ছিনতাই কাজে ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল ( রেজিঃ বিহীন) জব্দ হয়।
তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র আছে মর্মে স্বীকার করলে পুনরায় ইং২৫/০২/২০২১ তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ও থানা পুলিশ বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় সাকিনে আসামী নোমানোর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী সুজনের দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে ১টি ওয়ান শুটারগান পিস্তল জব্দ করা হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় এসআই(নিঃ)/ শামীম হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এহাজার দায়ের করেন। এ সংক্রান্তে পৃথক মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১. মোঃ সুজন (২৫), পিতা-আহসান, সাং-সাদিপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
২. আনোয়ার (২৫), পিতা-আবু তৈয়ব মোড়ল, সাং-সাদিপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
৩. মোঃ নোমান (১৯), পিতা-নুরু, সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ ৭,৬৪,০০০/- (সাত লক্ষ চৌষাটি হাজার) টাকা, একটি ওয়ান শুটারগান, একটি পালসার মোটর সাইকেল এবং ভিকটিমের লুন্ঠিত মোবাইল ফোন।
Leave a Reply