নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২ নং নারায়নপুর ইউনিয়ন এর পুরাতন বোর্ড অফিসের পাশে জহির উদ্দিন পাটোয়ারী বাড়িতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় ফারুক (৩০) নামের একজনকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মো:ফারুক খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগের মোহাম্মদ হানিফের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে চারজনের একটি চোরের দল জহির উদ্দিন পাটোয়ারী বাড়ি আব্দুল মান্নান মাস্টারের ঘরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন ধাওয়া করে তাকে আটক করে। এ সময় ফারুকের সাথে থাকা বাকি তিনজন পালিয়ে যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
চাটখিল থানার ওসি আনোয়ার ইসলাম জানান, ফারুকের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।
Leave a Reply