সিংবাহুড়া গার্লস একাডেমির ম্যানেজিং কমিটির নব- নির্বাচিত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মার্চ দুপুর ১২ টায় শনিবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া গ্রামে বিদ্যালয় প্রাঙ্গনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নব নির্বাচিত সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, ঢাবি এর সিনেট সদস্য, বিশিষ্ট লেখক গবেষক মোঃ গোলাম কুদ্দুসের হাতে ফুল দিয়ে বরন করে নেন সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখযোগ্য যে, গত দুইমাস আগে স্কুলের সাবেক সভাপতি বদিউজ্জামান জামাল সাহেবের মৃর্ত্যুতে নতুন সভাপতি মো: গোলাম কুদ্দুস স্থলাভিষিক্ত হন।
অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুন্নবি স্যারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও আজকের অনুষ্ঠানের সভাপতি উত্তম কুমার আচার্য্য।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম কুদ্দুস তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের ভালো শিক্ষার মান উন্নত করতে পারলে ভালো ফলাফল আশা করা যাবে ও এলাকার সার্বিক সহযোগিতা পেলে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সবার কাছে সহযোগিতা চান।
আরও বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ওমর ফারুক মানিক, মোঃ সুমন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নং নোয়াখলা আওয়ামীলীগের পূর্ব অঞ্চলের সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ মানিক, সাবেক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান আহমেদ, সাবেক প্রধান শিক্ষক নাদেরা হায়দার, সাবেক প্রধান শিক্ষক হাবিবউল্লাহ মাস্টার, কড়িহাটি স্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন বিএসসি, মোঃ হাসান, মোঃ নুরুল আমিন, মোঃ জসীম উদ্দিন লিটন, শাহাদাত রাসেল, আতাউর রহমান, মোঃ সাবের হোসেন মানিক, মনিরুল ইসলাম পলাশ প্রমুখ।
মোঃ মনির হোসেন
০১৮১৬ ৬১২৪৯৬
Leave a Reply