চাটখিলের স্বনামধন্য স্বেচ্চাসেবী সংগঠন অল অফ ওয়ান বিডির ১ম বর্ষপূর্তীতে জাঁজমকভাবে পালন করেছে সংগঠনের সদস্যরা। এ উপলক্ষে তাদের পরিচালিত সুবিধা বঞ্চিত স্কুল আলোর দিশারীর শিশু শিক্ষার্থীরা তাদের মায়ের চরন ধুয়ে দেয়া সহ নানা রকম কর্মসুচীর আয়োজন করে।
আজ সোমবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিলে আলোর দিশারী স্কুলে এসব কর্মসুচী পালন করা হয়।
কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের চাটখিল প্রতিনিধি কামরুল কানন।
এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ,
সংগঠনটির সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক শারমিন সাহরিয়ার ইতি, সদস্য
নজরুল, দিদার, মিথিলা পিয়াসী, জাসেম, মিলি, ফাহাদ, উজ্বল, মাসুম, এলি, সাব্বির প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply