জীবন বাচাতে ঔষধ। আর সেই ঔষধ যদি হয় মানুষের স্বাস্থ্য ও মৃ র্ত্যুর ঝুঁকি। প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছে ভেজাল ঔষধ কিনে।
নোয়াখালীর চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় প্রায় দুই লক্ষাধিক টাকার নকল ওষুধ। একইসাথে নূর আলম নামের একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা। অভিযানে সহযোগিতা করেন ওষুধ অধিদপ্তরের সহকারি পরিচালক মাকসুদুজ্জামান।
সরজমিনে গিয়ে দেখা যায় পৌর এলাকায় কিউর ফার্মাসিটিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কোন প্রকার লাইসেন্স ছাড়া ওষুধ তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানটিকে ৩০হাজার টাকা জরিমান ও নকল ওষুধ জব্দ করা হয়। পরে চাটখিল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সোলেমান ফার্মেসিকে ১০হাজার, বাংলাদেশ ফার্মেসিকে ১৫হাজার, প্রভাতী মেডিকেল হলকে ২০হাজার টাকা অর্থদন্ড ও অবৈধভাবে ওষুধ তৈরি এবং বিক্রির অপরাধে রোমান হারবাল নামের এক প্রতিষ্ঠানের পরিচালক নূর আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে দেখে চাটখিল পৌর বাজারে অধিকাংশ ঔষধ দোকান বন্ধ করে দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply