করোনাভাইরাস দ্বিতীয় পর্যায়ের সংক্রামণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদের সহায়তায় চাটমোহর উপজেলা প্রশাসন আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে “নো মাস্ক, নো সার্ভিস” শীর্ষক শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে। চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা সরকারি দপ্তর সমূহে্র কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সকাল ১১টায় শুরু হওয়া শোভাযাত্রাটি পৌর সদরের থানা মোড় আমতলা পয়েন্টে পৌঁছে পথসভার মাধ্যমে শেষ হয়। অপরদিকে আজ বিকেলেই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সৈকত ইসলাম পৌর সদরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত চলাকালে মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ৪ জনকে ২ শ’ টাকা হারে সর্বমোট ৮ শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply