বিশেষ প্রতিনিধিঃ বাংলা চলচিত্রের সুনাম অর্জনকারী নায়ক নিরবের বিপরীতে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড -২০১৮’র প্রতিযোগি প্রিয়ামণি।এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন তারা। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ” কসাই “ছবিটি পরিচালনা করবেন ” নবাব এলএলবি’ খ্যাত পরিচালক অনন্য মামুন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ” আব্বাস খ্যাত চিত্রনায়ক নিরব।সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটির শুটিং শুরু হবে আজ ৪ ই ফেব্রুয়ারি মেহেরপুর জেলায়।টানা ১৪ দিন শুটিংয়ের মধ্যে দিয়ে ছবিটির কাজ শেষ করবে বলে আশাবাদী পরিচালক অনন্য মামুন। এরপর ওটিটি প্লাটফর্ম আই- থিয়েটারে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। অন্যদিকে ছবিটির নায়িকা প্রিয়ামণি বলেন, নতুন বছরের শুরুটা হতে যাচ্ছেন ভালো একটা ছবির কাজ দিয়ে। গল্প ভিষণ সুন্দর। নির্মাতা, সহ -শিল্পী, সবার থেকে সাপোর্ট পাবো বলে আশাবাদী। সেলিব্রিটি প্রডাকশন হাউস প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করবেন রাশেদ অপু,নওশাবা,শাহীন মৃধা, এলআর খান সীমান্ত, টিও প্রমুখ। এটি প্রিয়মণির তৃতীয় সিনেমা। তার “বর্ডার ” এবং ” ভালোবাসার প্রজাপতি ” নামের আরও দুটি ছবি শীঘ্রই মুক্তি পাবে। অন্যদিকে নিরবের হাতে রয়েছে ” বিধাতা, ফিরে দেখা ও ছায়াবৃক্ষ সিনেমা। এবং মুক্তির অপেক্ষায় রয়েছে অফিসার রিটার্নস,ক্যাসিনো,তিতুমীর ও রৌদ্র ছায়া।
Leave a Reply