মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আক্তারুজ্জামান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মোত্তালেব, কৃষক দলের সাধারন সম্পাদক মজিবর রহমান, থানাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, রমনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোত্তালেব, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ বিপ্লব,জামিউল ইসলাম জনি প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
Leave a Reply