মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মহাঅষ্টমী পূজায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম -৪, (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মোঃ ফারুকুল ইসলাম ফারুক। রবিবার সকালে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা সার্বজনীন গোবিন্দ জিউ মন্দির থেকে পরিদর্শন শুরু করে রাত ১১ টায় একই ইউনিয়নের জোড়গাছ ঝালো পাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনের মধ্যে দিয়ে শেষ করেন। এদিন তিনি উপজেলার ৩ ইউনিয়নের মোট ৩২ টি পুজা মন্ডপ পরিদর্শন ও তাদের আর্থিক সহায়তা করেন।
ডা. ফারুকুল ইসলাম ফারুক পূজা মন্ডপে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। এসম তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার উৎসব সবার। আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা শান্তিতে থাকেন ও নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারেন। আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেয়া হলে ও নির্বাচিত হলে ধর্ম নয় মানুষ হিসেবে আমি সবার পাশে এগিয়ে আসবো এবং সকলের কল্যান ও উন্নয়নে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন তার সহোদর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন, রমনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া, রমনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রজব আলী, শাহিন মাস্টার, পল্লী চিকিৎসক মোঃ জাকারিয়া, শেরখাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply