চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ১০ কেজি গাঁজাসহ আকিব হোসেন (১৮) কে আটক করেছে বিজিবি। সে উপজলার গাজিপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের উকির মিয়ার পুত্র। (১১ নভেম্বর) ভোরে সীমান্তের ১৯৬৮ পিলারের বাংলাদেশ অভ্যন্তরে ১টি টটমটম ও গাঁজাসহ তাকে আটক করে। আটক গাঁজা ও টমটমের মুল্য ১লক্ষ ৫৫ হাজার টাকা। আটক আকিবের বিরুদ্ধে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দিয়েছে বিজিবি।
Leave a Reply