কামরুজ্জামান রনির বিরুদ্ধে দুটি চেক প্রতারনার অভিযোগে সাজার পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে এনআই অ্যাকটের দুটি মামলায় আদালত সাজার আদেশ দিয়েছেন বলে জানা গেছে।
কামরুজ্জামান রনি নগরীর জামালখানের আম্বিয়া শিরিন ভবনে র “চট্টলা ২৪” নামের একটি অনলাইন পোর্টালে কাজ করেন।এই পোর্টালের চেয়ারম্যান মোহাম্মদ হাসান নামের এক ব্যকতি।
শনিবার ১৭ই অক্টোবর বিকেলে নগরীর ভিআইপি টাওয়ার থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গেরফতার করে।
বিষয় টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন জানান -কামরুজ্জামান রনির বিরুদ্ধে এনআই একটে দুটি মামলায় আদালত সাজার আদেশ দিয়েছেন। তাকে আমরা সাজা পরোয়ানা আমলে গেরফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পেরণের আদেশ দেন।
Leave a Reply