শিরোনাম :
গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে রাজনৈতিক সমঝোতার সংকটে বাংলাদেশ—অর্থনীতি ও জনআস্থা কোথায় দাঁড়িয়ে বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত নভেম্বরে জেদ্দায় পঞ্চম বার্ষিক হজ সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর বিজয় রাজশাহী দুর্গাপুরে খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল উদ্ধার ৩ জনকে বদলির পর মামলা বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই

ছাতকে পাওনা টাকার দ্বন্ধে গভীর রাতে বাড়িঘরে হামলার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পঠিত

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকার জেরে গভীর রাতে বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ ছৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামে।

জানা যায় শুক্রবার ২২ আগষ্ট সন্ধায় গ্রামের ইউসুফ আলীর ছেলে বেলাল আহমদ ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে তুফায়েল আহমদের মধ্যে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ বিষয়কে কেন্দ্র করে রাত ২ ঘটিকায় তোফায়েলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় ডাকাত বলে চিৎকার দিলে গ্রামবাসি তাদের কে ধাওয়া দেয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায়ও ডাকাতী বলে প্রচার করা হয়। তবে টাকা লেনদেন নিয়ে পুর্ব শক্রুতার জেরে বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী জবান আলী ও আব্দুল কাদির। ডাকাত বলে তাড়ানোর পর হামলাকারীরা ইউসুফ আলীর বাড়িতে আশ্রয় নিলে গ্রামবাসি ইউসুফ আলীর বাড়িতে ইটপাটকেল মেরে ভাংচুর করেছে বলেও নিশ্চিত করেছেন তারা।

অন্যদিকে ইউসুফ আলীর পিতা করম আলীর অভিযোগ শুক্রবার সন্ধায় পাওনা টাকা চাইতে গিয়ে তার নাতি বেলালের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে বেলাল সহ তিনজন গরুত্বর আহত হয়। এ খবর পেয়ে তকিপুর,দীঘলি ও রাধারনগর গ্রাম থেকে তার ১০-১২ জন সহপাটি তাকে দেখতে আসে। এসময় আব্দুল জলিলের নেতৃত্বে এক দেড়শ লোক ডাকাত ডাকাত বলে তার বাড়িতে হামলা ও ভাংচুর চালায় । পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদেরকে নিয়ে গেছে।
এ ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হয়েছে।

এ ঘটনায় গত শ‌নিবার সকা‌লে প্রতিপক্ষ মিজানুর রহমান ওর‌ফে জ‌লিল বাদী হ‌য়ে ১৮জ‌নের না‌ম উল্লেখ করে ছাতক থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেছেন। ওই মামলায় তা‌দেরকে গ্রেপ্তার দে‌খি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com