মোঃ খাইরুজ্জামান সজিবঃশনিবার, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের। নির্দেশনায় খুলনা জেলা পরিষদের সম্নানিত চেয়ারম্যানও খুলনা জেলা আওয়ামীলীগের সফল সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ সাহেবের সহায়তায়। ১ নং জলমা ইউনিয়ন পরিষদের বার,বার নির্বাচিত সাবেক সফল জনতার জননন্দিত জনপ্রিয় চেয়ারম্যাও আওয়ামীলীগ নেতা। মানবতার ফেরিওয়ালা আব্দুল গফুর মোল্যা
আজ বিকাল-৪টায় বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার রাজবাঁধ ফলইমারী সর্বজনীন দূর্গা মন্দিরে অসহায়,দুস্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন। এসময় অন্যান্যর মধ্যে তাঁর সাথে উপস্থিত ছিলেন কৈয়া বাজার শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের প্রভাষক। বাবু সুকৃতি মন্ডল, ইউপি সদস্য দেব্রত মল্লিক, কালিদাশ মন্ডল, নিভানন রায়, সৌমেন রায়, বিপ্লব, সমির ধ্রুব বৈরাগী,রাতুল, অচিন্ত কবিরাজ, সাবেক ইউপি সদস্য সুশান্ত রাজ, বিশ্বজিৎ গোলদার আরো অনেকে প্রমুখ।
Leave a Reply