শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

জমি নিয়ে সংঘর্ষে হযরত আলী নামে এক বৃদ্ধের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষে হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় হযরত আলীর স্ত্রী স্বামীর কাটা হাতের খণ্ড কাপড়ে মুড়িয়ে থানায় হাজির হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের তাতীসূতা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন।  আহতরা হলেন—তাতীসূতা গ্রামের হযরত আলী (৬৫), জাহারা (৬০), রহিমা (৫৫) এবং অপরপক্ষের অমূল্য কুমার বিশ্বাস (৬২), অমৃত কুমার বিশ্বাস (৬০) ও সংগীতা (১৭)।  আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কব্জি বিচ্ছিন্ন হওয়া হযরত আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলীর বাড়ির সংলগ্ন একটি বনভূমি রয়েছে, যেখানে তিনি উপকারভোগী হিসেবে বনায়ন করে আসছিলেন। ওই জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন অমৃত কুমার বিশ্বাস ও তার লোকজন।  আজ সকালে তারা জমিতে হালচাষ শুরু করলে হযরত আলী বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

হযরত আলীর স্ত্রী রহিমা অভিযোগ করে বলেন, ‘অমৃত কুমার বিশ্বাস বর্তমানে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের প্রভাব খাটিয়ে আমাদের হুমকি দিয়ে আসছেন।  আজ সকালে আমাদের বনায়নের গাছ কেটে ফেলে জমি জোরপূর্বক চাষ করতে গেলে আমরা বাধা দিই।  তখন অমৃত কুমার দা দিয়ে কুপিয়ে আমার স্বামীর বাম হাতের কব্জি কেটে ফেলে।’

অন্যদিকে, অভিযুক্ত অমৃত কুমার বিশ্বাস দাবি করেন, ‘ওই জমি আমাদের। এটি নিয়ে বন বিভাগের সঙ্গে আমাদের পূর্ব থেকেই বিরোধ রয়েছে।  আজ সকালে চাষ করতে গেলে হযরত আলীর লোকজন আমাদের বাধা দেয় এবং আমাদের লোকজনকে মারধর করে।’

শ্রীপুর সদর বিটের ফরেস্টার মো. আলাল খান জানান, ‘এই জমিটি হযরত আলী উপকারভোগী ছিলেন। অভিযুক্তরা কয়েকবার গাছপালা নষ্ট করায় বন বিভাগ সেখানে বনায়ন রক্ষা করতে পারেনি। আজকের ঘটনার বিস্তারিত আমার জানা নেই।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, ‘সকালে এক বৃদ্ধা তার স্বামীর কাটা হাতের কব্জি নিয়ে থানায় এসে অভিযোগ করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।  জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন।  প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।  অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com