লালমোহন থানাধীন ৩নং ধলীগৌর নগর ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ডের মঙ্গলসিকদার বাজার সংগল্ন কাঞ্চনের বাড়ি।
তিনি দীর্ঘদিন যাবত বিবাদী তাসলিমা বেগম( ৪৫) কে পথেঘাটে একাকি পেয়ে কু-প্রস্তাব দিতেন।বাদী তাসলিমা উক্ত প্রস্তাবে রাজি হননি।বার বার তাকে বিরক্ত করায় বিষয়টি তিনি তার স্বামী সহ তাহার আত্বীয় স্বজনদের জানান।এতে বিবাদী কাঞ্চন ক্ষিপ্ত হয়ে গত ১৯/১০/২০২০ ইং তারিখ বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় তাসলিমার বসতঘরে কেহ না থাকায় সুযোগ বোঝে পিছন থেকে ঝাপটে ধরে এবং তার মুখ চেপে ধরে যৌন কামনা চরিতার্থ করতে চায়।শুধু তাই নয় বিবাদী তাহার পড়নের শাড়ী খুলে তাহাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।তাসলিমার ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদী দৌড়ে পালিয়ে যায়।বাদী তাসলিমা স্বাক্ষীসহ লালমোহন থানায় একটি এজাহার দায়ের করেন।
এজহারের তদন্ত অফিসার এসআই মোঃ সেলিম কাঞ্চান মাঝিকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরন করেন।
Leave a Reply