জসিম উদ্দিন রুবেলঃঅনেক জল্পনা-কল্পনা শেষে বিপুল ভোটে জয়লাভ করে ২য় বারের মত চসিক ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হলেন আলহাজ্ব জহুরুল আলম জসিম।বুধবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে সিটি করপোরেশনের ৭৩৫টি কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকে নগরীর জিমনেশিয়াম হলে। সেখানে ফালাফল পড়ে শোনান রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন কাউন্সিলর পদে কারা কারা বিজয়ী হয়েছেন তা সরকারিভাবে জানা গেছে।আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেডিও প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা আলহাজ্ব নুরুল আবছার মিয়া’কে ৩৯২১ ভোটে পরাজিত করে মিষ্টি কুমড়া।গত পাঁচ বছরে ৯ নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডে ১২০ কোটি টাকা ব্যয় করে ওয়ার্ড সার্বিক কর্মকাণ্ডের উন্নয়ন করায় জনগনের মণিকোঠায় স্থান করে নেয় জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম।
জহুরুল আলম জসিমের এই বিজয়ে আনন্দিত ০৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।দৈনিক মাতৃজগত প্রতিনিধিকে রূপনগর যুব সমাজ কমিটর সভাপতি আকরাম খান সাগর বলেন এই বিজয় জনগণের প্রত্যাশীত বিজয়,কর্ম কখনো বেইমানি করেন তা ০৯ নং পাহাড়তলী ওয়ার্ডের জনগন আবারো প্রমাণ করলো।রূপনগর যুব সমাজ কমটির সভাপতি আকরাম খান সাগর তার ছোট ভাইদের সাথে নিয়ে রূপনগর সমাজ,শাপলা আ/এ,সাতরং হাউজিং সোসাইটি, মডেল পল্লিতে জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরন করেন।
Leave a Reply