জামালপুর শহরের ছনকান্দায় ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ১০ মার্চ বিকালে শহরের ছনকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার এসিল্যান্ড মাহমুদা বেগম।এসময় ছনকান্দা এলাকার জামাল হাজীর ছেলে সুজন(২৫) ও দরবেশ আলীর ছেলে হেলাল(২৭) কে জরিমানা করা হয়।
এসিল্যান্ড মাহমুদা বেগম জানান, ব্রহ্মপুত্র নদীর ছনকান্দা অংশে সুজন ও হেলাল নামে দুই ব্যক্তি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের দু’জনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একিসাথে ধ্বংস করা হয়েছে তাদের ড্রেজার ও পাইপ।
তিনি আরো বলেন,এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply