মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর
জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানি পাকুরিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল জলিলের বিরুদ্ধে সরকারি টিআর (টেস্ট রিলিফ) বরাদ্দের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ২০২৪-২৫ অর্থবছরে ভাংগুনী ডাংগা পূর্বপাড়া নতুন জামে মসজিদ উন্নয়নের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ২মাস আগে বরাদ্দের অর্থ উত্তোলন করে মসজিদের কাজে ব্যবহার না করে তা আত্মসাৎ করেছেন ইউপি সদস্য।
মসজিদ কমিটির সভাপতি খলিলুর রহমান অভিযোগ করে বলেন, মেম্বার আবদুল জলিলের মাধ্যমে মসজিদ উন্নয়নে টিআর বরাদ্দের আবেদন করেছিলাম আমরা৷
কিছুদিন পরে জানতে পারি বরাদ্দ পাওয়া গেছে, কিন্তু উন্নয়নের বরাদ্দকৃত টাকা মসজিদ কমিটি’র হাতে তুলে না দিয়ে সম্পূর্ণ টাকা জলিল মেম্বার আত্মসাৎ এর চেষ্টা করতেছে৷
ইউপি সদস্য মসজিদের উন্নয়নে কোন কাজ করেননি, আরও উল্টো বলতেছে কাজ চলমান আছে৷ আমরা এলাকাবাসী এই অসৎব্যক্তির শাস্তি দাবী করছি৷
এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ আবদুল রহিম বলেন,মসজিদে উন্নয়নের জন্য সরকারি বরাদ্দকৃত একটি পয়সারও কাজ পূর্বপাড়া নতুন জামে মসজিদের উন্নয়ন ব্যয় করা হয়নি।
এ নিয়ে স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন বরাদ্দ আত্মসাৎ অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক কাজ। তারা এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ইউপি সদস্য আবদুল জলিলের জানান, আমি টাকাগুলো পেয়েছি। কিছুদিনের মধ্যেই মসজিদে উন্নয়ন কাজ শুরু করবো।
দৈনিক মাতৃজগত প্রতিনিধি কে মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আপনার মাধ্যমে সংবাদ টি পেলাম আমি এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো৷ আর মসজিদ উন্নয়নে বরাদ্দকৃত টাকা অবশ্যই মসজিদ কমিটিকে বুঝিয়ে দেয়া হবে৷
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও হস্তক্ষেপে সুষ্ঠ তদন্ত দাবি করছে ভুক্তভোগী মসজিদ কমিটি ও পূর্বপাড়া গ্রামের সর্বসাধারন৷
Leave a Reply