কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি চলতি অর্থবছরের আমন মৌসুমের সরবরাহকৃত বীজের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জামালপুরের পিটিআই মোড়ে বিএডিসি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী আব্দুস সাত্তার, হারুন অর রশিদ, ফরহাদ হোসেন, জুয়েল রানা প্রমূখ ।
এসময় বক্তারা বলেন সমগ্র বাংলাদেশের বিএডিসি চাষিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত । তাদের প্রতি কেজিতে ক্ষতি হচ্ছে ৬ টাকা ২০ পয়সা। এসময় চুক্তিবদ্ধ চাষিরা সরকারের কাছে মূল্য বৃদ্ধি করে বীজের মূল্য প্রতি কেজীতে ৪৮-৫০ টাকার দাবি জানান।
Leave a Reply