মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মুঞ্জুরুল হক নামের একজনকে গ্রেফতার করেছে। ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) কঠোর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার রেহাই তারাপুর সাকিনস্থ আসামী মোঃ মনজিল হক (মোঃ মনজুরুল হক) এর বসত ঘরের ভিতর হইতে ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ৯.২০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মনজিল হক (মোঃ মনজুরুল হক) (৪৫)কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply