
জাহাঙ্গীর আলম
(ক্রাইম রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
১৩/১০/২০২৫ খ্রি. রাত ০৩.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বিজয়নগর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালীন সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া দৌলতবাড়ি এলাকা হতে ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ক) ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজা,খ) ফেন্সিডিল ৩৫০ বোতল, গ) স্কফ সিরাপ ৩০২ বোতল,ঘ) মাদক পরিবহনে ব্যবহৃত ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। আনিছ(৩৫)
পিতা-মৃত ইসমাইল
সাং-মেরেশানি
থানা-বিজয়নগর
২। মিজান (২৮)
পিতা-মৃত নান্নু মোল্লা
সাং-লালপুর নোয়াগাঁও
থানা-আশুগঞ্জ
৩। সোহেল(৩৬)
পিতা-আব্দুল গনি মিয়া
সাং-চাউড়া (দৌলত বাড়ি)
থানা-বিজয়নগর
৪। আকলিমা আক্তার আখি(২৫)
পিতা-মৃত আবু তাহের
সাং-চাউরা(দৌলত বাড়ি)
থানা-বিজয়নগর
সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।
সদর থানা ব্রাহ্মণবাড়িয়া
Leave a Reply