পুলিশই জনতা, জনতাই পুলিশ প্রতিপাদ্য বিষয়ে “মুজিব বর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদদিক্ষন করে পুলিশ লাইন্স হলরুমে গিয়ে মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্ম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট আব্দুল মান্নান রসুল’র সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ও শেখেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমীন খান সুরুজ, কমিউনিটি পুলিশিং সদস্য মোঃ কামাল হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কাঠালিয়ার শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন ও এসআই আহসান উল্যাহকে শ্রেষ্ঠত্ব পুরুস্কার প্রদান করা হয়।
Leave a Reply