যশোর ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঁকড়া বাজার টু দরগাডাঙ্গার প্রধান সড়কের বাঁকড়া ঋষিপাড়া নামক স্থানে যেন বৃষ্টি হলেই, পানি জমে সড়কটি হয়ে ওঠে যাত্রীদের জন্য মরন ফাঁদ। বৃষ্টির পানি নিস্কানের ভাল ব্যবস্থা না থাকায়, নতুন সড়কটি ভেঙ্গে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন প্রতি নিয়ত হাজারো যাত্রী । সড়কের পানি বের হওয়ার কোনো ভাল ব্যবস্থা না থাকায় সড়কটি ভেঙ্গে এই অবস্থা ।
এলাকা বাসীর বার বার চাহনি, প্রানের আকুল আবেদনে বাঁকড়া ১১ নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নিছার আলী, নিজের এলাকা বাসীর আকুল আবেদনে এই সড়কটি সংস্কার করেন। এলাকা বাসীর নিকট থেকে যানাযায়, এই সড়কটি পাটুলিয়া (খোরদো) টু ঝিকরগাছা, বাগআঁচড়া, কলারোয়া, একমাত্র সড়ক। বৃষ্টি হলে এই রাস্তায় চরম দুর্ভোগে পড়তে হয়।আজ আমরা এলাকা বাসী খুবই আনন্দিত যে এমন চেয়ারম্যান আছে আমাদের মাঝে।
এই সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা, মাষ্টার রবিউল ইসলাম। ১১ নং বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি, আব্দুল আহাদ, সমাজ সেবক আজিবার রহমান , ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, এ ছাড়াও আওয়ামী, যুবলীগ, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply