লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ঘর তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার জুয়েল রানা ও তার স্ত্রী নাসরিন বেগম। এবং অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের জুয়েল রানা বলেন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।
ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় জুয়েল রানার স্ত্রীকেও আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘর থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply