মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা চালু এবং চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল দ্রুত স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের নেতারা বলেন, ঝিনাইদহের প্রধান সরকারি হাসপাতালটিতে এখনো আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি ও আধুনিক চিকিৎসা সুবিধা নেই। ফলে জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।
তারা আরও বলেন, এসব গুরুত্বপূর্ণ সেবা দ্রুত চালু না হলে জেলার মানুষের চিকিৎসা সংকট আরও তীব্র হবে। পাশাপাশি, চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী কামরুল ইসলাম, আব্দুস সবুর, আবু সালেহ মো. মুসা, সাব্বির আহম্মেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেন, তারেক মাহমুদ, আব্দুল ওহাব, আল আমিন হোসাইন ও সম্পাদক আল মিরাজ প্রমূখ।
Leave a Reply